UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে মসজিদে শিশুকে যৌন হয়রানি : ইমাম আটক

ঊষার আলো
আগস্ট ৪, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগুড়ি এলাকায় বুধবার ভোরে মসজিদে আরবী পড়তে আসা ৬ বছরের এক মেয়ে শিশুকে যৌন হয়রানি করেছে ইমাম। স্থানীয়রা আমিনুল ইসলাম (৪২) নামের ওই ইমাম কে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

আমিনুল ইসলাম জেলার মোড়েলগঞ্জ উপজেলার ওমর আলীর ছেলে এবং চিতলমারি উপজেলার চিংগুড়ি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় হায়দার আলীর মসজিদের ইমাম।

এলাকাবাসি জানায়, বুধবার ভোরে ওই মসজিদে আরবী পড়তে আসা এলাকার ৬ বছরের একটি শিশু মেয়েকে ইমাম আমিনুল যৌন হয়রানি করে। যা দেখতে পেয়ে এলাকাবাসি হাতে-নাতে আমিনুল ইসলাম কে আটক করে চিতলমারি থানায় সোপর্দ করেছে।

এ বিষয়ে চিতলমারি থানার ওসি এইচএম কামরুজ্জামান জানান, শিশু মেয়েকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম আমিনুল ইসলাম কে এলাকাবাসি আটক করে থানায় সোপর্দ করেছে। ভিকটিমের ডাক্তারি পরিক্ষাসহ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঊষার আলো-আরএম)