বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রতিবন্ধিতা ও মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে মেন্টাল হেলথ নেটওয়ার্ক ফোরামের জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার কে। আর সদস্য সচিব করা হয়েছে প্রতিবন্ধি বিষয়ক সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ এহসানুল হক কে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের আলিয়া মাদ্রাসা রোডের এডিডি ইন্টারন্যাশনাল অফিসে এ কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধি বিষয়ক সংগঠন সংকল্পের সভাপতি শেখ হারুন অর রশিদ।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধিতা বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, শহর সমাজ সেবা কর্মকর্তা এসএম নাজমুস সাকিব, বেসরকারী সংস্থা সাইট সেভার্সের জেলা কো-অর্ডিনেটর মোমিনুল হক, উদয়ন বাংলাদেশের ইসরাত জাহান, শিক্ষক হুমাউন কবির, সাংবাদিক আজাদুল হক ও নকিব সিরাজুল হক প্রমুখ।