UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মোটরসাইকেলে সাথে সংঘর্ষে ভ্যান চালক নিহত

pial
জুন ১৩, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় আ লিক মহাসড়কে ব্যাটারি চালিত রিকসাভ্যানের সাথে বে-পরোয়া মোটর সাইকেল সংঘর্ষে ভ্যান চালক সোহরাব হাওলাদার (৬২) নিহত হয়েছেন। রবিবার (১২ জুন) দুপুরে কচুয়ার সাইনবোর্ড- শরনখোলা বগী আ লিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কচুয়া থানার এসআই আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)