UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মোবাইল কোর্টে ৬৮ মামলায় অর্থদন্ড

usharalodesk
আগস্ট ৩, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে বাগেরহাট জেলায় ভ্রাম্যমান আদালতের কার্য্যক্রম অব্যাহত।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা ও উপজেলা প্রশসনের ১১ জন নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত ৬৮ টি মামলায় ৬৮ জনের নিকটর থেকে ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। এসময় মাদক মামলায় একজন কে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান জানান, ঘরে থাকুন, নিজে বাঁচুন ও অন্যকে বাচান শ্লোগানে ১১ জন ম্যাজিষ্ট্রেট সোমবার দিন ব্যাপী জেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। মাস্ক বিতরন ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করার পাশাপাশি স্বাস্থ্যবিধি-লংঘনের দায়ে ৬৮ জন কে ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

(ঊষার আলো-আরএম)