বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজন নারী মাদক বহনকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে বাগেরহাট- খুলনা হাইওয়ের দশানী ট্রাফিক মোড় এলকায় বরিশালগামী অনিক ক্লাসিকের ধানসিড়ি পরিবহন বাসে রবিবার দুপুরে তল্লাশি করে ঝর্না বেগম (৫৮) নামের এক নারীকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ওই নারীকে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে কৌশলে বেধে রাখা ৪৫ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঝর্না বেগম যশোর বেনাপোল বাহাদুর পুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদারের নেতৃত্বে একদল পুলিশ যাত্রীবাহী বাসে তল্লাশি করে ভারতীয় ফেনসিডিলসহ ঝর্না বেগম নামের ওই নারীকে গ্রেফতার করে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই নারীর বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেছেন।
(ঊষার আলো-এফএসপি)