আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাট- খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেলের পিছনে থাকা স্ত্রী ফাতেমা বেগম (২৬) নিহত এবং মটরসাইকেল চালক স্বামী মাহাবুব (৩৮) আহত হয়েছে। আহত স্বামী মাহবুব কে ওই সোমবার (০১ মার্চ) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক।
বাগেরহাট পুলিশ জানায়, খুলনা বয়রা এলাকায় মুদিদোকান ব্যবসায়ি মাহাবুব হোসেন মটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে সোমবার রাত ৯ টার দিকে বাগেরহাট আসার পথে শ্রীঘাট এলাকায় অজ্ঞাত ভারীযান তাদের ধাক্কা দেয়। এতে মটরসাইকেলসহ স্বামী-স্ত্রী রাস্তায় পড়ে গেলে স্ত্রীর মাথার উপর দিয়ে ভারীযানের চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলেই স্ত্রী ফাতেমা বেগম মারা যায়। তবে ঘাতক যানটি ট্রাক না পিক আপ তা নিশ্চিত করে কেহ বলতে পারেনি। বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মাহবুবের গ্রামের বাড়ী বাগেরহাটের চিতলমারি উপজেলার কালিগঞ্জ এলাকায়। খুলনা বয়রায় সে মুদি ব্যবসা করে। সোমবার রাতে ফাতেমা বেগমের নানী বাড়ী সদরের দেপাড়া এলাকায় আসতে গিয়ে শ্রীঘাট এলাকায় ট্রাক অথবা পিকআপে ধাক্কা লেগে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। রাতেই কাটাখাল হাইওয়ে পুলিশ এসে ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে এবং মাহাবুব কে খুলনা মেডিকেলে পাঠায়। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহন করবে।