UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে শিক্ষকদের সাথে যক্ষা প্রতিরোধে করনীয় বিষয়ে নাটাবের মতবিনিময়

pial
নভেম্বর ২২, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : যক্ষা রোগ সনাক্ত ও প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দীন। প্রধান অতিথি ও আলোচক হিসাবে সিভিল সার্জন যক্ষা রোগ সনাক্ত বিষয়ে সার্বিক ধারনা দেন এবং প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন যক্ষা রোগ সনাক্ত হলে নিয়মিত ও পূর্ন মেয়াদের চিকিৎসা করালে যক্ষা সম্পূর্ন ভাল হয়ে যায়। নাটাবের বাগেরহাট জেলা সম্পাদক এফএম মোস্তাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় নাটাবের এফএল এস তরুন কুমার বিশ্বাস এ সভার মুল উদ্দেশ্য তুলে ধরে উপস্থিত শিক্ষকদের বলেন যক্ষা একটি সংক্রামক ব্যাধি। জনসচেতনতার অভাবে যক্ষা রোগের চিকিৎসা বিলম্বিত হয়।

যক্ষারোগের ধরন বিষয়ে বলেন এক নাগাড়ে ২ সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে, শ্বাস কষ্ট থাকলে, বিকেলে অল্প অল্প জ¦র হলে, রাতে শরীর ঘেমে গেলে অথবা ওজন কমে গেলে এবং খাবারে অরুচি থাকলে চিকিৎসকের কাছে যেতে হবে এবং নির্ধারিত স্থানে পরিক্ষা করাতে হবে।

(ঊষার আলো-এফএসপি)