আরিফুর রহমান,বাগেরহাট : বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও প্রজনন শিক্ষা পাঠদানে অন্তরায় বিষয়ে গন-মাধ্যম ও যুব সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নেদারল্যান্ড সরকারের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আয়োজনে স্থানীয় ধানসিড়ি হোটেল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে সুচনা বক্তব্য রাখেন প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার হারুন অর রশিদ। সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক জনকন্ঠের রিপোর্টার বাবুল সরদার। এ ছাড়া ইস্যুভিত্তিক সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা করেন এনজিও পরিচালক মোঃ শহীদুল ইসলাম, বাগেরহাট কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারজানা আক্তার, স্কুল শিক্ষিকা শিপ্রা রানী মন্ডল, সংবাদ কর্মী আজাদুল হক, আকমল উদ্দিন সাকি, এম আকবর টুটুল, ইয়ামিন আলী যুব প্রতিনিধি মল্লিক স্বদেশ রহমান, ফারজানা আক্তার পায়েল ও মুক্তি প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বকারী এম ইদ্রিস আলম।
(ঊষার আলো-এফএসপি)