UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে সিএম এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋন/বিনিয়োগ বিতারন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

pial
মে ২৫, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে এবং রুপালী ব্যাংক লিঃ এর আয়োজনে বাগেরহাটে সিএমই এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋন/বিনিয়োগ বিতারন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুর পর্যন্ত বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহি পরিচালক এসএম হাসান রেজা। রুপালী ব্যাংক খুলনা বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-মহাব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান। কর্মশালায় নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋন পেতে বিবিন্ন জটিলতার উদাহরন উত্থাপন করে তার সমাধানের সুপারিশ রেখে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান রিজিয়া পারভিন।

এছাড়া বক্তব্য রাখেন সোনালী ব্যাংক বাগেরহাটের রিজিওনাল ইনচার্জ শেখ আল মামুন ও বাগেরহাট বিসিকের মোঃ শরীফ সরদার প্রমুখ। কর্মশালাটি সঞ্চালনা করেন রুপালী ব্যাংক বাগেরহাটের এজিএম মোঃ মঞ্জুরুল ইসলাম। কর্মশালায় সরকারের ঘোষনা অনুযায়ী নারীদের অগ্রাধিকার দিয়ে ব্যাংক ঋন বিতারন বিষয়ে সুবিধা-অসুবিধা নিয়ে ফলপ্রসু বক্তব্য রাখেন প্রধান অতিথি এসএম হাসান রেজা। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

(ঊষার আলো-এফএসপি)