বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পল্লীতে পঞ্চম শ্রেনীতে পড়া মামাতো বোন কে কৌশলে দিনের পর দিন ধর্ষন করার অভিযোগে ফুফাতো ভাই উজ্জল খান(২৬) কে পুলিশ গ্রেফতার করেছে। বাগেরহাট সদর মডেল থানা পুলিশ রবিবার সকালে যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে উজ্জল কে গ্রেফতার করে। এর ভিকটিম মেয়েটির পিতা বাদী হয়ে উজ্জল ও তার মা ফরিদা বেগম কে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। উজ্জল খান সদর উপজেলার যাত্রাপুর বেনেগাতি গ্রামের ছিদ্দিক খানের ছেলে। ঘটনার বিষয়ে মামালার বাদী ও থানা পুলিশ জানায়, ফরিদা বেগম মাঝে মাঝে ভাইয়ের বাড়ীতে এসে আমার মেয়েকে দেখে যেত এবং খোজ খবর নিতেন। গত ১৫ ফেব্রুয়ারি ফরিদা বেগম ভাইয়ের বাড়ীতে যান এবং ভাইয়ের মেয়েকে তার বাড়ীতে বেড়াতে নিয়ে যায়। এরপর মেয়েটি ফুফুর বাড়ীতে থাকে। আর এখানেই ফুফাতো ভাই উজ্জল খা শিশু মেয়েটির সর্বনাশ করে। যা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ফরিদা বেগম মেয়েটিকে তার বাড়ীতে আটকে রাখে। অবশেষে গত ২৯ মার্চ স্থানীয় লোকদের সহায়তায় মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এর মধ্যেই মেয়ের শারীরিক অসুস্থ্যতা ও অস্বাভাবিক চালচলনের কারণে মেয়েকে জিজ্ঞাস করলে সে আমাকে জানায় বিভিন্ন সময় উজ্জল খা জোর পুর্বক তাকে ধর্ষণ করেছে। বিষয়টি বাদী তার বোনকে জানালে তিনি ঘটনা কাউকে না বলার জন্য অনুরোধ করে। অন্যথায় নানা ধরনের হুমকী প্রদান করেন। তাই উপায়ন্তর না পেয়ে শনিবার বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছি। বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিত মেয়েটির পিতার করা মামলায় আমরা উজ্জল খা কে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীকে আটকের জন্য চেষ্টা চলছে।
(ঊষার আলো-আরএম)