বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউপির বৈটপুর মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন টগর।
বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী অভিভাবকদের মতামতের ভিত্তিতে গত রবিবার আনুষ্ঠানিকভাবে বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর কে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়।
এর আগে গত ১১ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী অভিভাবকদের গোপন ভোটে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়। বাগেরহাট সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর শেখ আবুল কালাম আজাদ প্রিজাইডিং অফিসার হিসাবে নির্বাচন সম্পন্ন করেন।
(ঊষার আলো-এফএসপি)