UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে ৬৩৩ মন্ডপে হবে দূর্গাপূজা

ঊষার আলো
অক্টোবর ৭, ২০২১ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ইতোমধ্যে বাগেরহাট জেলার প্রতিটা মন্দিরে প্রতিমা গড়ার কাজ সম্পন্ন হয়েছে। আর কয়েকদিন পরেই দূর্গা উৎসব হবে। দুয়েকদিনের মধ্যে শুরু হবে মন্ডপ সাজসজ্জা কাজ। বিশ্ব মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে এবার ধনকুবের বাগেরহাটের শিকদারবাড়ির দূর্গোৎসবটি এ বছরও হচ্ছে না।

এ নিয়ে করোনা সংক্রমণের কারনে দ্বিতীয় বারের মতো দেশের বৃহত্তর পূজার আয়োজন করছে না শিকদার বাড়ীর আয়োজকরা। তবে ধর্মীয় আচার ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হাকিমপুরের শিকদারবাড়িতে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ কম থাকলেও স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ।

শিকদারবাড়ির মুল আয়োজক আলোচিত ধনকুবের লিটন শিকদার সাংবাদিকদের বলেন, বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদারবাড়িতে ২০১১ সালে ২৫১টি প্রতিমা নিয়ে দূর্গাপূজা শুরু হয়।

সর্বশেষ শিকদার বাড়িতে ৮০১টি প্রতিমা দিয়ে দূর্গাপূজা হয়। সেই থেকে প্রতিবছর বড় পরিসরে দূর্গাপূজা হয়ে আসছে। পূজার ছয় মাস আগে থেকেই মন্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। যখন প্রতিমা তৈরির কাজ শুরু হবে তখন থেকেই দেশের করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। যার কারনে আমরা এবছরও পূজা না করার সিদ্ধান্ত নেই।

পূজা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীর সমাগম ঘটে এই পূজামন্ডপে। সরকারের স্বাস্থ্যবিধি সামাজিক দুরত্ব মেনে এই উৎসব করা সম্ভব হবে না। তাই আমরা প্রতিমা তৈরি না করেই আচার ও স্বাস্থ্যবিধি মেনে পারিবারিকভাবে পূজা করব। এবছর ভুল করে কোন দর্শনার্থী যেন শিকদারবাড়ির পূজা দেখতে না আসে সেই আহবান জানান আয়োজক লিটন শিকদার।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। করোনার সংক্রমণে জেলায় অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে।

তাই আমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করব। মন্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানতে কঠোর হতে পরামর্শ দেয়া হয়েছে মন্দির কমিটিগুলোকে। দর্শনার্থীদের সবাই স্বাস্থ্যবিধি দেবী দর্শন করবে সেই প্রত্যাশা করছেন এই নেতা। প্রসঙ্গতঃ বাগেরহাট জেলার নয় উপজেলায় এবছর ৬৩৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-আরএম)