UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

pial
জুন ১০, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় 1 জন মোটরবাইক আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। শুক্রবার (১০ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত ইয়াসিন সাজ্জাল গুলিয়াখালী গ্রামের দিনমজুর খলিল সাজ্জালের ছেলে। সে স্থানীয় আর এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন- মোটরবাইক চালক রিয়াদুল চাপরাশি ও তার ভাই সেরাজুল চাপরাশি। তাদেরকে মোরেলগঞ্জ আরএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ওষুধ বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকটির। এতে মোটরবাইকে থাকা ৩ জনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেওয়ার পথেই সে মারা যায়।

এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।

(ঊষার আলো-এসএইস)