UsharAlo logo
বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের সুন্দরবন এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করেছে বনরক্ষীরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন সংলগ্ন ঘাগড়ামারী এলাকা থেকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্র ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে ঘাগরামারি ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযানে যায়। হরিণ শিকারি চক্র তাদের দেখে ধারালো অস্ত্র উচিয়ে হুমকি প্রদর্শন করে। এ সময় বন রক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে শিকারীরা মাংস ফেলে রেখে গহীন বনে পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে শিকারীদের ফেলে রাখা ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও ৭টি পা উদ্ধার করা হয়।