UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ১৩৮ জনের নমুনা পরীক্ষায় আরও ৫১ জন সংক্রমিত

usharalodesk
জুলাই ২৯, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ১৩৮ জনের নমুনা পরিক্ষায় ৫১ জন করোনা সংক্রমিত হয়েছেন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার(২৯জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ১৩৮ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে।

এতে, নতুন করে ৫৭ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ে জেলায় করোনা পজেটিভ কোন রোগির মৃত্যু হয়নি। বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৮ জন করোনা সংক্রমিত রোগি চিকিৎসাধিন রয়েছেন। সব মিলিয়ে বাগেরহাট জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৮৫৭ জন।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির এ প্রতিবেদক কে বলেন, বিরামহীন বৃষ্টিপাতের কারনে নমুনা সংগ্রহ কম হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় মাত্র ১৩৮ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫১ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার আগের ২৪ ঘন্টার থেকে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬.৯৫ শতাংশ হয়েছে।

(ঊষার আলো-আরএম)