UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ১৯৬ জনের করোনা পজেটিভ

ঊষার আলো
জুলাই ১২, ২০২১ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মহামারি করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটে নমুনা প্রদানকারির সংখ্যাও বেড়ে গেছে। বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ৭৩৫ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে ১৯৬ জন করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৪ হাজার ৭৫৮ জন। আর মোট মারা গেছেন ১০০ জন। যা সোমবার সকালে সিভিল সার্জন অফিসের হিসাব মতে। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির সোমবার সকালে জানান, করোনা পরিক্ষা করতে মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৩৫ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ১৯৬ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ২৬.০৬ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৭৫৮ জন সংক্রমিত হলেন। সোমবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন।

(ঊষার আলো-আরএম)