UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে আরও ১০২ জনের করোনা পজেটিভ, মৃত্যু-৩

ঊষার আলো
জুলাই ১৮, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০২ জন করোনা পজেটিভ হয়েছেন। শনিবার সকাল থেকে রবিবার(১৮জুলাই) ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৩৮ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ১০২ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরো ৩ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ২৭৪ জন। আর করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১০৮ জন। রবিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির রবিবার সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩৮ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ১০২ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ৩০.১৮ শতাংশ। আর মারা গেছেন ৩ জন। রবিবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৪৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।

(ঊষার আলো-আরএম)