UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ২৪ ঘন্টায় ৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু-২

usharalodesk
জুন ৮, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৩ জন করোনা পজেটিভ হয়েছেন। এর মধ্যে শুধু মোংলা উপজেলায় ১৪ জন এবং ফকিরহাট উপজেলায় ১৪ জন। সদর সহ জেলার বাকী উপজেলায় ২৫ জন। এ নিয়ে করোনা দ্বিতীয় ঢেউয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্ত হলেন ৭৭৭ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির মঙ্গলাবার দুপুরে জানান, গেল ২৪ ঘন্টায় ১৩৯ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মোংলায় ২৬ জনের নমুনা পরিক্ষায় ১৪ জন করোনা পজেটিভ এবং ফকিরহাটে ২৯ জনের নমুনায় ১৪ জন পজেটিভ হয়েছে। এই সময়ে খুলনায় চিকিৎসাধিন আরো দুজন করোনা পজেটিভ হয়ে মারা গেছেন। এ নিযে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাগেরহাট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৭৭ জন। আর মারা গেছেন মোট ২৩ জন। বাগেরহাট সদরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধিন আছেন।

(ঊষার আলো-আরএম)