UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ২৪ ঘন্টায় ৬০ শতাংশ করোনা সংক্রমিত

usharalodesk
জুলাই ৩১, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ৬০ শতাংশ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। শুক্রবার দিন থাকায় মাত্র ১৫ জনের জনের নমুনা পরিক্ষায় ৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। যার শতকরা হার দাড়ায় ৬০ শতাংশ।

এ সময়ে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে একজন মারা গেছে। বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ৩২ জন করোনা সংক্রমিত রোগি চিকিৎসাধিন রয়েছেন। সব মিলিয়ে বাগেরহাট জেলায় শনিবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৯০৭ জন।

জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ মিরাজুল করিম জানান, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির শনিবার সকালে এ প্রতিবেদক কে বলেন, শুক্রবার ছুটির থাকায় মাত্র ১৫ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার দাড়িয়েছে ৬০ শতাংশ|

(ঊষার আলো-আরএম)