আরিফুর রহমান (বাগেরহাট) : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজার থেকে ইয়াবাসহ আটক ৩ মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ৩ মাদক সেবী হলো উপজেলার চিংড়াখালী এলাকার অপু খান, মেহেদী হাসান ও শাকিল তালুকদার।
মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টার দিকে মোড়েলগঞ্জ উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোড়েলগঞ্জ থানা পুলিশ জানায়, এ ৩ যুবক নিজেরা মাদকসেবী এবং উঠতি বয়সি তরুনদের গাঁজা ও ইয়াবা সেবনে উদ্বুদ্ধ করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে চিংড়েখালী বাজার থেকে আটক করে দেহ তল্লাশী করলে এদের প্রত্যেকের কাছে থাকা ২ পিস করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিলে এদের কে সংশোধন হওয়ার জন্য ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
(ঊষার আলো-এফএসপি)