UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলা সদর পল্লীতে তৃনমুল আওয়ামী লীগের বিবাদমান ২ গ্রুপে আবারও সংঘষর্, উভয় পক্ষে ৯ জন আহত

pial
জুলাই ২১, ২০২২ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : ক্ষমতাসিন আওয়ামী লীগ সরকার চলমান অবস্থায় রাজনৈতিক নোংরামিতে আলোচিত বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শেখরা এলাকায় বিবাদমান আওয়ামী লীগের ২ গ্রুপে আবারও সংঘর্ষ হয়েছে।

বুধবার (২০ জুলাই) রাতের এ সংঘর্ষে উভয় গ্রুপের ৯ জন কমবেশী আহত হয়েছেন। আহতদের মধ্যে জেলাল মল্লিক (৬০) নামের একজনকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

রাত থেকেই ঘটনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এলাকাবাসী ও আহতরা জানান, বুধবার রাত ৯ টার দিকে বিষ্ণুপুর শেখরা গ্রামের পরাজিত ইউপি সদস্য মল্লিক ইকরামুল কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়িঘর ভাংচুর করা হয়।
গত প্রায় ১০ মাস ধরে ইউপি নির্বাচনের পর থেকে সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান গ্রুপের সাথে পরাজিত মেম্বর ইকরাম মল্লিকের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধে দফায় দফায় সংঘর্ষও চলে আসছে। এ বিরোধ নিরসনে জেলা আওয়ামী লীগের নেতারাও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানান স্থানীয়রা।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্ত্তি সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

অপরদিকে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে উভয় মামলায় ৬ জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে থানার ওসি জানান।

(ঊষার আলো-এফএসপি)