UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট সদরের সাত ইউনিয়নে আওয়ামী লীগের তিন নতুন প্রার্থী, ৪ টিতে পুরানোরা বহাল

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : এবারও দলীয় প্রতিকে ইউপি নির্বাচন হতে চলেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ি আগামী ১১ এপ্রিল সারাদেশের ২০ জেলায় ৩৭১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপকুলীয় জেলা হিসাবে বাগেরহাটে ৭৫ টি ইউনিয়নের মধ্যে ৭০টিতে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের প্রধান বিরোধী দল ইতোমধ্যে দলীয় প্রতিকে ইউপি নির্বাচনে অংশ নিবেনা বলে আগেই ঘোষনা দিয়েছে। এদিকে, ক্ষমতাসিন আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড শনিবার তাদের দলীয় চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করেছে। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নামও প্রচার করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে তফশীল ঘোষনামতে ৭টি তে প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে। আর এই ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন নতুন মুখ হিসাবে কাড়াপাড়া ইউনিয়নে শেখ মহিতুর রহমান পল্টন, বিষ্ণুপুর ইউনিয়নে এমডি মাসুদ রানা ওরফে বাবুল পাইক ও বারুইপাড়া ইউনিয়নে আলহাজ¦ হায়দার আলী মোড়ল। আর চলমান চেয়ারম্যান বহাল রয়েছে বেমরতা ইউনিয়নে মনোয়ার হোসেন টগর, ডেমা ইউনিয়নে মনি মল্লিক, খানপুর ইউনিয়নে ফকির ফহম আলী ও রাখালগাছি ইউনিয়নে শেখ আবু শামীম আসনু । বর্তমান আওয়ামী লীগ সরকার সময়ে সব থেকে বিতর্কিত ও নাগরিক সেবা বঞ্চিত বিষ্ণুপুর ইউনিয়নে প্রার্থী বদল হওয়ায় ইউনিয়নের নাগরিক সুবিধা বঞ্চিতরা রবিবার সকাল থেকে এলাকাভিত্তিক মিষ্টি বিতারন ও প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছেন। আবার অপ্রীতিকর কোন ঘটনা না হয় এজন্য আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীও গোটাপাড়া বিষ্ণুপুর ইউনিয়নের প্রতি বিষেশ নজর রাখছে বলে পুলিশ সুত্র জানিয়েছে। এছাড়া জেলার ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন নারী আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন। এ ৬ নারী প্রার্থী হলেন, জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নে বেগম মোর্শেদা আক্তার, চিতলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়নে স্বামীর সুবাদে আসা চলতি চেয়ারম্যান বিউটি আক্তার, পাশর্^বর্ত্তি চরবানিয়ারি ইউনিয়নে সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেপি বড়ালের মেয়ে অর্চনা দেবী বড়াল ঝর্না, ফকিরহাট উপজেলা সদর ইউনিয়নে শিরিনা আক্তার কিসলু, কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নে উপজেলা পরিষদের চেযারম্যান এসএম মাহাফুজুর রহমানের স্ত্রী নাজমা বেগম ও মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হালাদারের স্ত্রী নাজিনা বেগম নারজিনা। দলীয় মনোনয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আবার স্ত্রীদের ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জনশ্রæতি উঠেছে গোটা বাগেরহাট জেলায়।

 

(ঊষার আলো-আরএম)