UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘের আক্রমণে লোকালয়ে হরিণ

ঊষার আলো
জুন ১০, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়ে মোংলার লোকালয়ে চলে আসা একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার ছেড়ে দেয়া হয়েছে বনে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারি এলাকার দুলাল হাওলাদারের বাড়ীতে চলে একটি হরিন। এর পর স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পূর্ব সুন্দরবন চাদপাই রেঞ্জের বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করে বন বিভাগের চাদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসে। সুন্দরবন চাদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, উদ্ধার হওয়া হরিনটির গলায় কামড়ের দাগ ছিলো। তাই ধারনা করা হচ্ছে বাঘের আক্রমনের শিকার হয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে। তিনি আরো জানান, করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই ঘন্টা পর আবার উদ্ধার হওয়া হরিনটি সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।