UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে সুলভ মূল্যের ৬ বিক্রয় কেন্দ্র চালু

usharalodesk
অক্টোবর ২৫, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হুঁশিয়ারির পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে জোরেশোরে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। খোলা হয়েছে সুলভ মূল্যের ৬টি সেলস সেন্টার।

বৃহস্পতিবার নগরীর স্টেশন রোডের রিয়াজউদ্দিন বাজারের মুখে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি ভোক্তাদের হাতে সুলভ মূল্যে পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, পটোল, লাউ, কাঁচা পেঁপে ও ডিম তুলে দেন।

নগরীর রিয়াজউদ্দিন বাজার, বক্সিরহাট, পাহাড়তলী কাঁচা বাজার, পতেঙ্গা স্টিলমিল বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার ও দুই নম্বর গেট ও কর্ণফুলী কাঁচা বাজারে এ ৬টি সেলস সেন্টার চালু করা হয়। যেখানে বিক্রি করা হবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ৬টি পয়েন্ট ছাড়াও ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে নিত্যপণ্য নিয়ে নগরীর ৩টি পয়েন্টে সেলস সেন্টার খোলা হয়েছে। পাশাপাশি টিসিবি ২০টি পয়েন্টে সুলভ মূল্যে পণ্য বিবাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে সুলভ মূল্যের ৬ বিক্রয় কেন্দ্র চালু

চট্টগ্রাম ব্যুরো

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হুঁশিয়ারির পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে জোরেশোরে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। খোলা হয়েছে সুলভ মূল্যের ৬টি সেলস সেন্টার।

বৃহস্পতিবার নগরীর স্টেশন রোডের রিয়াজউদ্দিন বাজারের মুখে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি ভোক্তাদের হাতে সুলভ মূল্যে পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, পটোল, লাউ, কাঁচা পেঁপে ও ডিম তুলে দেন।

নগরীর রিয়াজউদ্দিন বাজার, বক্সিরহাট, পাহাড়তলী কাঁচা বাজার, পতেঙ্গা স্টিলমিল বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার ও দুই নম্বর গেট ও কর্ণফুলী কাঁচা বাজারে এ ৬টি সেলস সেন্টার চালু করা হয়। যেখানে বিক্রি করা হবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ৬টি পয়েন্ট ছাড়াও ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে নিত্যপণ্য নিয়ে নগরীর ৩টি পয়েন্টে সেলস সেন্টার খোলা হয়েছে। পাশাপাশি টিসিবি ২০টি পয়েন্টে সুলভ মূল্যে পণ্য বিক্রি করছে। জেলার প্রত্যেক উপজেলায়ও সুলভমূল্যের বাজার খোলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সেলস সেন্টারগুলো খোলা থাকবে।

নিত্যপণ্যের সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনতে এ উদ্যোগ। বাজারে যে মূল্য তালিকা রয়েছে সেটার তুলনায় প্রত্যেক পণ্যের মূল্য ১০ থেকে ২০ টাকা কমিয়ে দিয়েছি। বাইরে ডজনপ্রতি ডিমের মূল্য ১৫০ টাকা, আমরা দিচ্ছি ১৩৫ টাকায়।

গত ১৯ অক্টোবর চট্টগ্রাম সফরে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই সময় তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি ও বাজার মনিটরিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি সরকারি কাজে অনীহা প্রকাশ করলে সিস্টেম ভেঙে প্রয়োজনে নতুন জনবল নিয়োগের হুঁশিয়ারি দেন।ক্রি করছে। জেলার প্রত্যেক উপজেলায়ও সুলভমূল্যের বাজার খোলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সেলস সেন্টারগুলো খোলা থাকবে।

নিত্যপণ্যের সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনতে এ উদ্যোগ। বাজারে যে মূল্য তালিকা রয়েছে সেটার তুলনায় প্রত্যেক পণ্যের মূল্য ১০ থেকে ২০ টাকা কমিয়ে দিয়েছি। বাইরে ডজনপ্রতি ডিমের মূল্য ১৫০ টাকা, আমরা দিচ্ছি ১৩৫ টাকায়।

গত ১৯ অক্টোবর চট্টগ্রাম সফরে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই সময় তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি ও বাজার মনিটরিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি সরকারি কাজে অনীহা প্রকাশ করলে সিস্টেম ভেঙে প্রয়োজনে নতুন জনবল নিয়োগের হুঁশিয়ারি দেন।

ঊষার আলো-এসএ