UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় মিষ্টির দোকানে আগুন

usharalodesk
মার্চ ২৮, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপ সংলগ্ন পোস্ট অফিস গলিতে একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে দোকানে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলিতে একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে ইউনিট এখনো পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঊষার আলো-এসএ