UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য বিষয়ক চুক্তি চূড়ান্তে বিমসটেকের সহায়তা চাইল বাংলাদেশ

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্য বিষয়ক ছয়টি মূল চুক্তি সময়মত চূড়ান্ত করতে সহযোগিতা বাড়াতে বিমসটেক সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাসস জানিয়েছে, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শুরুর দুই দিন আগে বুধবার ব্যাংককে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের ২৫তম বৈঠকে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের আঞ্চলিক সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতির জন্য মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকে বাংলাদেশের পাঁচ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব।

ঝুলে থাকা ছয়টি চুক্তি হচ্ছে- বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তি; উৎপত্তির নিয়ম; শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা; বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এবং প্রক্রিয়া; বাণিজ্য সুবিধা এবং সেবা ও পরিষেবা খাতে বিনিয়োগ।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে ‘সমুদ্র অর্থনীতিসহ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন’ বিষয়ে একটি বিবৃতি দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের এই বৈঠকের মধ্যে দিয়ে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলো। ৪ এপ্রিল ব্যাংককে হবে বিমসটেক সম্মেলনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও এই সম্মেলনে যোগ দেবেন। এর আগে বৃহস্পতিবার বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঊষার আলো-এসএ