UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় দন্ডপ্রাপ্ত আসামি রঞ্জন গ্রেফতার

ঊষার আলো
জানুয়ারি ২৫, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাহাদ সুমন, বানারীপাড়া : অবশেষে বরিশালের বানারীপাড়ায় গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ম্যানেজার রঞ্জন মজুমদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

চেক জালিয়াতি মামলায় ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ফেরারী আসামি রঞ্জন মজুমদারকে বুধবার (২৫ জানুয়ারী) বিকালে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে স্বরূপকাঠি উ্পজেলার ইন্দিরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। সে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত আসামী রঞ্জন মজুমদার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে তাকে জেলহাজতে পাাঠানো হবে। এদিকে বছরের পর বছর পালিয়ে থাকা প্রতারক রঞ্জন মজুমদার গ্রেফতার হওয়ার খবরে প্রতারণার শিকার শত-শত গ্রাহক থানা চত্বরে ্এসে জড়ো হয়। এসময় তারা তাদের আত্মসাতকৃত টাকা ফেরত চাওয়ার পাশাপাশি রঞ্জন মজুমদারের দৃষ্টান্তমূূলক শাস্তির দাবি জানান।