UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ 

koushikkln
জুলাই ১৪, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার ৭ ইউনিয়নে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা এ শপথ বাক্য পাঠ করান। এসময় তিনি দেশপ্রেম,সততা,কর্তব্য ও ন্যায়নিষ্ঠার সঙ্গে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের দায়িত্ব পালণ করার আহবান জানান।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,থানার ইন্সপেক্টর ( তদন্ত) জাফর আহম্মেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,্ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,মাষ্টার সিদ্দিকুর রহমান,সৈয়দ মজিবুল ইসলাম টুকু,শহিদুল ইসলাম ও শ্যামল চক্রবর্ত্তী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,সহ-সভাপতি জাকির হোসেন,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনা করেন।

এদিকে এরআগে ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রথম দফায় বানারীপাড়া উপজেলার ৭ ইউনিয়ন চেয়ারম্যানসহ বরিশালের নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।