UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে পৌরসভা চ্যাম্পিয়ন

koushikkln
মে ১৬, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) : বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ১৬ মে সোমবার বিকেলে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বানারীপাড়া পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।

বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন,বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। খেলা উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন।

খেলায় পৌরসভা একাদশের শাওন সেরা গোলদাতা ও মারুফ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারি তৌহিদুল ইসলাম,অফিস সহকারি মতিউর রহমান,পৌরসভার হিসাব সহকারি আলতাফ হোসেন,কার্য্য সহকারি নয়ন খান,বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগৈর সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।