UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানের থান‌চি বাজারে আগুন

usharalodesk
মার্চ ২৫, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বান্দরবানের থান‌চি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ‌নিবার (২৫ মার্চ) সকাল সা‌ড়ে ৮টার দিকে এ আগুন লাগে।

আইনশৃঙ্খলা বাহিনী ও থানচি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহা: আবুল মনসুর।

এর আগে গত ২২ মার্চ থানচির বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বলিপাড়া বাজারের ৪৫টি দোকান ও ভাসমান কাঁচাবাজারসহ মোট ৫২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ঊষার আলো-এসএ