ঊষার আলো রিপোর্ট : বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুন লাগে।
আইনশৃঙ্খলা বাহিনী ও থানচি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহা: আবুল মনসুর।
এর আগে গত ২২ মার্চ থানচির বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বলিপাড়া বাজারের ৪৫টি দোকান ও ভাসমান কাঁচাবাজারসহ মোট ৫২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ঊষার আলো-এসএ