ঊষার আলো রিপোর্ট: বান্দরবান-রোয়াংছড়ি আঞ্চলিক সড়কের হানসামা পাড়া এলাকায় নোয়াপতং খালের ওপর নির্মিত পুরাতন বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে জেলা সদরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুটির পাটাতন ভেঙে পড়ে।
হানসামা পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বান্দরবান থেকে আসা একটি বালুভর্তি ট্রাক পুরাতন সেতুর উপর দিয়ে পাড় হওয়ার সময় সেতুর পাটাতনের একটি অংশ ভেঙ্গে গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৭টার দিকে বালুভর্তি একটি ট্রাক সেতু পাড় হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি।
বান্দরবান সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মংশৈপ্রু বাপ্রু জানান, খুব দ্রুতই ট্রাকটিকে সড়িয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।