বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন।
আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযান এখনো চলছে বলেও জানিয়েছে আইএসপিআর।
ঊষার আলো-এসএ