বাফুফের দুরাবস্থা খতিয়ে দেখতে অডিট করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নারী ফুটবলারদের নিয়মিত বেতন না হওয়াসহ নানান অভিযোগ রয়েছে বাফুফের বিরুদ্ধে।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের বেতন বকেয়া আছে। ভবিষ্যতে ফুটবলারদের বেতন বকেয়া থাকবে না সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের সামর্থ্যের মধ্যে নারী ফুটবলারদের সমস্যা সমাধান করা হবে। বাফুফের আর্থিক সমস্যা এবং অনিয়ম নিয়ে অডিট হবে।
নারী ফুটবলারদের সমস্যা সমাধানের জন্য প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। তার ভাষ্য, আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ সব কিছু নিয়ে কথা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ওনারা (ফুটবলার) আমাদেরকে তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা আমি সরাসরি স্যারকে পৌঁছে দেব।
আসিফ আরও বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করব। আমরা বাহির থেকে দেখি যে টিক্রেটের এত পি আর, এত কিছু, তাদের কিন্তু সমস্যা আছে। যেগুলো ছোট ছোট সমস্যা। স্পোর্টসের স্টেকহোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা। তারাই সবার ঊর্ধ্বে থাকবে। সবার ঊর্ধ্বে ছিল কমিটির মেম্বাররা, সেটা আর হবে না। এটা অন্তত আমার সময় নিশ্চিত করব ইনশাল্লাহ।