UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবর-উইলিয়ামসনদের সাথে সোহান

pial
অক্টোবর ৫, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে দিন দুয়েক পরই শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততায় দলের সাথে দেশ থেকে উড়াল দেননি সাকিব আল হাসান।

দলের সাথে তার যোগ দেওয়ার কথা সরাসরি নিউজিল্যান্ডে। তবে এখনো সাকিব স্কোয়াডের সঙ্গী হননি। কাজে তাকে ছাড়াই বুধবার (৫ অক্টোবর) হয়েছে সিরিজের অফিশিয়াল ফটোসেশন। যেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের সাথে ছিলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল (৬ অক্টোবর) দলের সাথে যোগ দেবেন সাকিব। তারপর ৭ অক্টোবর প্রথম ম্যাচে খেলবেন পাকিস্তানের বিপক্ষে। এশিয়া কাপের পর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার জন্য ছুটি নেন সাকিব।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা দুই টি-টোয়েন্টিতেও তাকে পাওয়া যায়নি এর কারণে। ২৮ সেপ্টেম্বর সিপিএলে শেষ ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান সাকিব, সেখান থেকে এখনও ফেরেননি।

১৩ অক্টোবর ত্রিদেশীয় সিরিজ শেষ করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় দল। ২৪ অক্টোবর হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন টাইগাররা।

(ঊষার আলো-এফএসপি)