UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বারবার চেক বাউন্স হওয়া অপরাধ, স্রেফ প্রতারণা’

ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুর্বার রাজশাহী যথেষ্ট ‘দুর্ণাম’ কামিয়ে যাচ্ছে। ‘দুর্বল’ তকমা পাওয়া ফ্র‌্যাঞ্চাইজিটি নিজেদের প্রমাণ করেছেন, শেষ চারের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে। কিন্তু ক্রিকেটারদের মনোবল একবারেই তলানিতে। পারিশ্রমিক পাচ্ছেন না, দৈনিক ভাতাও আসছে না। মালিকপক্ষের থেকে যে চেক আসছে তাও করছে বাউন্স। দলটির এমন অপেশাদার আচরণে ক্ষুদ্ধ একাধিক ক্রিকেটার। দেশি-বিদেশিদের ক্ষোভও ঝড়েছে।

জাতীয় একটি দৈনিককে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার রায়ান বার্ল বলেছেন, ফ্র‌্যাঞ্চাইজি যা করছে তা স্রেফ প্রতারণা। তিনি শঙ্কা প্রকাশ করেছেন শেষে হয়ত তার পকেটের টাকা দিয়েই দেশের বিমান ধরতে হবে। রাজশাহীর একাধিক ক্রিকেটার আবারও চেক বাউন্সের ঘটনায় বিরক্ত।

তবে বিসিবি তাদের আশ্বস্ত করে রেখেছে। রাজশাহীর মালিকপক্ষকেও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বিপিএলের সিলেট পর্বে পাওনা না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল রাজশাহী। পরে একটি চেক দেওয়া হয়। ব্যাংক থেকে ব্যাংকে ঘুরেও টাকা হাতে আসেনি। সেবার বিসিবি প্রধানের হস্তক্ষেপে কিছু অংশ টাকা পায় ক্রিকেটাররা। সিলেট থেকে চট্টগ্রাম ঘুরে ঢাকায় আসলে আরও বড় বিড়ম্বনা।

বিসিবির কড়া হুমকির পর এখন পর্যন্ত ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে খেলোয়াড়দের। অথচ লিগ পর্ব শেষেই ৭৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। তাদের দৈনিক ভাতা গড়ে ৫০ ডলার, সেটি বাকি পড়েছে ১৮ দিনের। মঙ্গলবার আবারও চেক বাউন্সের খবর গণমাধ্যমে। এমন অবস্থায় ক্ষোভে-দুঃখে দিশেহারা বার্ল।

তিনি বলেছেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়, কিন্তু আমাদের সঙ্গে অপেশাদার আচরণ হচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতারণা করছে ম্যানেজমেন্ট। এটি শুধু বিব্রতকর নয়, আমি একে অপরাধ বলব। ভাবছি, শেষ পর্যন্ত নিজের টাকায় ফ্লাইটের টিকিট কেটে দেশে ফিরতে হবে কি না।’

বিপিএলে রাজশাহী-রঙ্গের শেষ নেই। গত রোববার বিপিএল ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দেয় রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বর্জন করেন। এমন পরিস্থিতিতে বিপিএলের নিয়মভঙ্গ করে রংপুরের বিপক্ষে শুধু দেশিদের দিয়ে একাদশ সাজায় দলটি।

সেদিন পারিশ্রমিক ইস্যুতে অতিষ্ঠ বিসিবি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম গতকাল বলেন, ‘কীভাবে সামনে এই সংকট থেকে বেরিয়ে আসব, এ নিয়ে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’

রাজশাহী শুরুতে ৯ ম্যাচ থেকে জিতেছিল মোটে ৩টিতে। তবে শেষ দিকে জয়ের হ্যাটট্রিক করে দলটা চলে এসেছে প্লে অফের খুব কাছে। অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসলেই শেষ চারে চলে যাবে দলটা।

মাঠের বাইরে সমালোচনার ঝড় উঠলেও মাঠে দলের জয় আসছে, বিষয়টা দারুণ আনন্দ দিয়েছে দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। তিনি জানালেন, তার দল ‘দেখিয়ে দেবে’। পাওনা মেটাতে গড়িমসি করা শফিকুর বলেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’

সেই ঘোষণার অপেক্ষায় রাজশাহীর দেশি-বিদেশি ক্রিকেটার। বিসিবিও অপেক্ষায় আছে মিটে যাবে আর্থিক এই সমস্যা।

ঊষার আলো-এসএ