UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বারবার তৃষ্ণা পাওয়া হতে পারে কঠিন রোগের লক্ষণ!

ঊষার আলো
সেপ্টেম্বর ১১, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পানি খাওয়ার পরও অনেকেরই গলা ফের শুকিয়ে আসে, আবারও পানি খেতে ইচ্ছা করে। এমন ঘটনা যদি বারবার হয় তবে সতর্ক থাকতে হবে।

চিকিৎসকরা বলেন, পানি খাওয়ার পরও গলা শুকিয়ে যাওয়া হল কঠিন রোগের লক্ষণ। যদি এমন ঘটনা প্রতিদিনই ঘটে, তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কী কারণে এমনটি হতে পারে, চলুন তা জেনে আসা যাক।

১. ঠাণ্ডা লেগে ফুসফুসের সমস্যা হলে গলা শুকিয়ে যেতে পারে। যাদের কিডনি কিংবা লিভারের সমস্যা আছে, তাদের গলা শুকিয়ে আসার প্রবণতা থাকে।

২. শরীর বেশি ক্লান্ত হলে গলা শুকিয়ে যেতে পারে। এমন হলে জীবনযাপনে পরিবর্তন আনা প্রয়োজন। কোনো কারণে যদি বাড়তি ধকল যায়, তবে একটু বিরতি নিতে পারেন। মনের ক্লান্তি কিংবা অবসাদের লক্ষণও কিন্তু গলা শুকিয়ে যাওয়া। কাজে মানসিক ক্লান্তির কথা ভুলে যাবেন না।

৩. ডায়াবেটিস রোগীরা সাধারণত অন্যদের তুলনায় আরও ঘন ঘন প্রস্রাব করে থাকেন। যার ফলে শরীরে পানির পরিমাণ কমে গিয়ে গলা শুকিয়ে যেতে পারে।

৪. পেটের সমস্যা হলে অথবা শরীর থেকে বেশি ঘাম বের হলে ডিহাইড্রেশন হতে পারে। গলা শুকিয়ে যাওয়া হল ডিহাইড্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ডিহাইড্রেশন থেকে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয়।

৫. বেশির ভাগ সময় উচ্চ রক্তচাপের সমস্যা থাকা ব্যক্তিদের অত্যধিক ঘাম বের হয়ে থাকে। যার ফলে শরীর থেকে পানি বেরিয়ে গলা শুকিয়ে আসে। কাজে প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(ঊষার আলো-এফএসপি)