ঊষার আলো ডেস্ক : ১২ বছরের বেশি বয়সীদের করোনার টিকা প্রদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ১২ বছরের বেশি বয়সী আছেন যারা, তাদেরকে টিকা দেয়ার বিষয়ে ডাব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কিন্তু এর অনুমোদন কোনো দেশেই দেয়া হয়নি। যেসব দেশ দিচ্ছে তাও আবার নিজেদের মতো করেই দিচ্ছে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।’
তিনি আরও জানান, ‘টিকা দেওয়ার কার্যক্রম এ মাস থেকে আরও বেগবান হবে। এ মাসে যে আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে ২ কোটি আসবে সিনোফার্মের, বাকিটা ফাইজারের।
(ঊষার আলো-আরএম)