UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনাই ২১ শতকের সেরা ক্লাব

ঊষার আলো
মার্চ ২৫, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ২১ শতকের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ২০১১-২০২০ সালের মধ্যে সেরা ক্লাব হিসেবে লিওনেল মেসিদের বার্সেলোনাকেই বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল।
বিগত দশ বছর ছাড়া এর আগের দশ বছরের হিসেবেও সেরা ক্লাব নির্বাচিত হয়েছিল বার্সেলোনা। কাতালান এই ক্লাবটি শেষ দশ বছরে দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি লা লিগা শিরোপা জিতেছে।
তবে আইএফএফএইচএস শুধু বার্সার শিরোপা সংখ্যা নয় বরং এই সময়ে কতগুলো ম্যাচ খেলেছে, কয়টি ম্যাচে জিতেছে, গোলের গড় কতো সব বিবেচনায় এনেছে। আর তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার চেয়ে (২৮৭৭) রিয়াল মাদ্রিদ (২৭৮২) ভোট কম পেয়েছে ৯৫টি। তৃতীয় অবস্থানে থাকা বায়ার্ন মিউনিখ ভোট পেয়েছে ২ হাজার ৫৯৪.৫ ভোট। পিএসজি ২১ শতকের চতুর্থ সেরা ক্লাবের মর্যাদা পেয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ হয়েছে পঞ্চম সেরা।

(ঊষার আলো-এমএনএস)