UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ

pial
মে ২৫, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : পুরো দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টসহ সারা দেশের ৫১ হাজারের মতো আইনজীবী ৩ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনের মধ্য দিয়ে মোট ১৪ সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন।

এবারের নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সাধারণ আসনের ৭টি পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু, অ্যাডভোকটে মো. নজরুল ইসলাম খান এবং অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

অন্যদিকে, বিএনপি পন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন।

(ঊষার আলো-এসএইস)