UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, ৩ দিন পর লাশ উদ্ধার

usharalodesk
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে বাবা ছেলে মাছ ধরতে গিয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ মো. ফরিদ হোসেনের (৩৫) লাশ তিনদিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরিদ মিয়া দক্ষিণ ধল্লা গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভাষা শহিদ রফিক সেতুর দক্ষিণ পাশে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের আকিজ কোম্পানির মাদ্রাসার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, ফরিদ হোসেন তার বাবার সঙ্গে শুক্রবার রাতে ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। ওই নৌকায় বাবা-ছেলে ঘুমন্ত থাকা অবস্থায় রাত ৯টার দিকে বালুবাহী একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় বাবা মজিবুর রহমান সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয়ে যায় ছেলে ফরিদ। এরপর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের লোকজনের অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। অবশেষে সোমবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় সিংগাইর থানার পুলিশ তার লাশ উদ্ধার করেন।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঊষার আলো-এসএ