UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্য বিয়ে বন্ধে স্বপ্ন সারথীদের  নিয়ে  আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 কাউখালী উপজেলায় নিলতি গ্রামে আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময়, স্বপ্ন  সারথিদের নিয়ে বাল্য বিয়ে বন্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জজ কোর্টের সিনিয়র সরকারি জজ মোঃসুলতান মাহমুদ মিলন ও সহকারি  জজ মোহাম্মদ আতিক উল্লা।এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল শেখ, জেলা লিগ্যাল এইড অফিস পিরোজপুর,,অ্যাডভোকেট কমল মুখার্জী জজ কোর্ট পিরোজপুর,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডেপুটি ম্যানেজার মোহাম্মদ হারুন অর রশিদ,ইউপি সদস্য  খাদিজা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মিঠুন দত্ত এসোসিয়েট অফিসার(সেলফ)কাউখালী পিরোজেুর। সবায় বক্তারা  বাল্য বিয়ে বন্ধে যার যার অবস্থান থেকে প্রতিরোধ করা সহ প্রতিটি পরিবার তার মেয়েকে যেন ১৮ বছরের আগে বিয়ে না দেয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কেউ যদি বাল্য বিয়ের সাথে জড়িত থাকে তাদের ও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা, সেই সাথে  জাতীয় হট লাইন নম্বরে ফোন করে আইনি সহযোগিতা নিতে পরামর্শ প্রদান করেন।