UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসেই বেডরুম, ড্রইং ও ডাইনিং, যা চলবে ঢাকার রাস্তায়

usharalodesk
মে ২৭, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশে চালু হয়েছে আন্তর্জাতিক বিমানের আদলে বাস। যেখানে বাসের মধ্যে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে শুটিং জোন। বাংলাদেশেই পুরো নাটকের সব কিছু শুটিং করা যাবে এ বাসের মধ্যে।

নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানান, এটি কোনো স্বাভাবিক বাস নয়। আন্তর্জাতিক জেড বিমানের আদলে নির্মাণ করা হয়েছে এ বাসটি। ভ্রমণ করতে গিয়ে কেউ ক্লান্ত হলে বেডে ঘুমানোর ব্যবস্থা আছে। ওয়াশরুমের প্রয়োজন হলে সেটিও ব্যবস্থা আছে। শুধু তাই নয়, বসার চেয়ারগুলো বিশ্বমানের বিমানের আদলে তৈরি করা হয়েছে। এ বাসে ভ্রমণ করে কেউ ক্লান্ত হবে না। এক কথায় মানুষের বিলাসী জীবনযাপনে যা প্রয়োজন, তাই ব্যবস্থা আছে এ আধুনিক বাসে।

বাসটির অর্থায়নকারী সাইদুর রহমান জানান, সাংস্কৃতিক অঙ্গন এগিয়ে নিতে যে আন্দোলন তারই একটি অংশ আধুনিক বাস। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে চলচ্চিত্র জগত এগোতে পারবে না। সুস্থধারার বিনোদন জগতকে আরও বেগবান করতে এ বাসটি নির্মাণ ও চালু করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের সিনেমা অঙ্গনের নতুনমাত্রা যোগ করতে সানায়া শওকত নামে দোতলা বাসটি বুধবার মিরপুরে উদ্বোধন করা হয়েছে। এ বাসটির কারণে কলাকৌশলীরা সুন্দরভাবে শুটিং করতে পারবেন এবং গন্তব্যে যেতে পারবেন। এ বাসটি তৈরির উদ্যোগ ও অর্থায়ন করেছে প্রিয়াংকা গ্রুপ। বাসটি তৈরি করেছে জয়নব প্রকৌশলী নামে একটি প্রতিষ্ঠান।

ঊষার আলো-এসএ