UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

ঊষার আলো
ডিসেম্বর ২৭, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :ঢাকার ধামরাইয়ে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা থেকে আরিচাগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। তবে তাৎক্ষণিকভাবে কেউ মারা যাওয়ার খবর পাইনি।

তিনি আরও বলেন, আরিচাগামী কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। কাভার্ডভ্যানের চালককেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ