UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাস থেকে ইয়াবা উদ্ধার, ড্রাইভারসহ আটক ৩

ঊষার আলো
সেপ্টেম্বর ৩, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সৌদিয়া কোচ ও তিনটি মোবাইল জব্দ করে। পরে গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করেন টেকনাফ বিজিবি- ২ ব্যাটালিয়ন সদস্যরা। শুক্রবার নিয়মিত যান চলাচল তল্লাশিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্য গ্রামের মুহাম্মদ কালো মিয়ার ছেলে মো. দিদার (৩৮), কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালি ছাইড়াখালী গ্রামের নবী হোসাইনের ছেলে মো. হাসান আলী (২৮) ও মো. ফেরদৌসের ছেলে মোহাম্মদ আরিফ (১৯)।

শুক্রবার রাতে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করে টেকনাফ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া কোচ আসলে তা থামিয়ে তল্লাশি করা হয়। পরবর্তীতে বাসটি তল্লাশিকালে চালক, সুপারভাইজার এবং হেলপারের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিংয়ের উপরে সাউন্ডবক্সের ভিতরে এবং সিটের নিচে চুম্বক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঊষার আলো-এসএ