UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির খড়ের গাদায় আগুন

ঊষার আলো
মার্চ ২৩, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা হোগলাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হেমায়েত হোসেনের বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়া হয়েছে। গেল সোমবার (২২ মার্চ) রাতে ইউনিয়নের চর-হোগলাবুনিয়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা ৩টি খড়ের গাধায় আগুন লাগিয়ে দেয়।
আওয়ামী লীগনেতা মোঃ হেমায়েত হোসেন হাওলাদার জানান, সোমবার (২২ মার্চ) ফজরের আজানের পরে বাইরে নেমে তিনি আগুন দেখে ডাক-চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন এসে খড়ের গাদা পুড়তে দেখে। তিনি আরও বলেন, গত ২০১৭ সালেও একবার রাতের আধারে দুর্বৃত্তরা তার ২টি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সে সময় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ধারণা করা হচ্ছে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুবৃর্ত্তরা উদ্দেশ্যমূলকভাবে খড়ের গাদায় আগুন লাগিয়ে তাকে ভয়ভীতি দেখাচ্ছে।

(ঊষার আলো-এমএনএস)