UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বায়ু দূষণের জন্য দায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার আদালতের রায়

ঊষার আলো
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানী জাকার্তার বায়ু দূষণের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। তাদের অবহেলার জন্য বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে মন্তব্য করা হয়। সাথে আদালত রাজধানী জাকার্তার বায়ুর মানের উন্নতি সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাতাসের মান পর্যবেক্ষণ কেন্দ্র ২০১৯ সালে জাকার্তার বাতাসকে সবচেয়ে খারাপ বলে আখ্যা দেয়। আর ওই বছরই জাকার্তার ৩২ বাসিন্দা মামলা করেন। জাকার্তায় প্রায় ১০ মিলিয়ন মানুষ বসবাস করেন। বাদীপক্ষ অভিযোগ করেন যে, বায়ু দূষণের ফলে শহরের নাগরিকদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। মামলায় বিবাদীদের মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং জাকার্তার গভর্নর।

আদালত উইদোদোকে দেশের বাতাসের মান উন্নয়নের জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আরও প্রাদেশিক সরকারগুলোকে পুরনো যানবাহনের নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করানোরও নির্দেশ দিয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)