বিভিন্ন সরকারি অফিসে দুর্নীতির অভিযোগ হাতেনাতে প্রমাণ পাওয়ার পর এবার বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে কারাদণ্ড দিয়েছেন দুদকের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় বিআরটিএ অফিসে ওই অভিযান চালানো হয়।অভিযানে সঞ্জীব কুমার দাস (৪৪) নামে এক দালালকে আটক করেছে দুদক। সে বরিশাল নগরের ৮নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে।
অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। পরে অভিযানে যুক্ত হন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া। এ সময় আটক সঞ্জীব কুমার দাসকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে রাজকুমার সাহা জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটক দালাল। এ সময় তাকে হাতেনাতে তারা আটক করেন। আটক দালালের সঙ্গে অফিসের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তার খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিআরটিএ অফিসে দুদকের অভিযানে খুশি নগরবাসী। নিয়মিত তদারকির দাবি জানান তারা।
ঊষার আলো-এসএ