UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ৩ নেতাকে অব্যাহতি

usharalodesk
নভেম্বর ১৪, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।অব্যাহতিপ্রাপ্তরা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি।

বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান সই করা চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর আপনাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে ১১ নভেম্বর আপনারা নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হইল।’

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি চিঠির বিষয়ে বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদেরকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু নেতা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এছাড়া আগামি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে থাকা নিয়ে অনেকে দলীয় কোন্দলের শিকারও হচ্ছেন।

ঊষার আলো-এসএ