UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা ১১ এপ্রিল রোববার জানিয়েছে, ‘খালেদা জিয়া করোনা পজিটিভ হয়েছে। এ বিষয়ে আমাদের কাছে কাগজপত্র রয়েছে।
এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল কিছুই জানে না বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে ১০ এপ্রিল শনিবার দেশের বেশ কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছিল, কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছে। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পূর্ব সতর্কতা হিসেবে এদিন দুপুরে গুলশানের বাসভবন থেকে তার নমুনা নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে বেসরকারি ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট মো. সবুজ খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। এ সময়ে খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। ২ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা ৩ দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

(ঊষার আলো- এম.এইচ)