UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

koushikkln
আগস্ট ১৩, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি নেতা খুন হয়েছেন। তিনি আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মোল্লা (৫০)। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তাদের হামলায় তার ভাতিজা রমিজ (৩২) ও গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯টায় সদর উপজেলার অন্ডারচর ইউনিয়নের মাইরচরা গ্রামে তার বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।
সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি জসিম উদ্দিন জানান, হারুন মোল্লা রাত ৯টায় তার বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ল করে প্রথমে গুলি করে এ সময়ে তিনি মাটিতে পড়ে গেলে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তার চিৎকার শুনে তার ভাইয়ের ছেলে জমির ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। ঘটনার পরপরই সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে নিয়ে হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার ভাতিজা রমিজকে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় পাঠনো হয়েছে।
সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। হত্যার কারণ জানার চেষ্টা চলছে।